স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসার বাসস্ট্যান্ডস্থ ডাক্তার ফরিদুল হুদা মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ওই মার্কেটের মেসার্স মঈনউদ্দিন সেনিটারীতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির উপরের চালা কেটে ভেতরে প্রবেশ করে মালামালসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুসলিম উদ্দিন জানান, লকডাউন চলায় প্রতিদেনর মতই সরকারি নির্দেশিত সময়ের পর দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে দোকন খুলে তিনি দেখতে পান দোকানের উপরের চালা কেটে দুর্বৃত্তরা দোকানে থাকা নগদ ২০ হাজার টাকা এবং লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
এদিকে মার্কেট কমিটির সভাপতি মনিরুল ইসলাম বলেন, বিরাসার ও খৈয়াসার সংলগ্ন মার্কেগুলোতে কিছুদিন পরপরই চুরির ঘটনা ঘটে থাকে। এর আগের বেশ কয়েকবার বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি হয়েছে। আমরা এ বিষয়ে পুলিশকে অভিযোগ দিলেও কোন কাজে আসে নাই।
মেসাস মঈনউদ্দিন সেনিটারীতে চুরির ঘটনায় পুলিশের ১ নং ফাঁড়িতে মৌখিক অভিযোগ দেয়া হয়েছে। আমাদের দাবী পুলিশ যেন এই চুরদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনে।