স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নরসিংসার গ্রামে সাবেক মন্ত্রী বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাহ্ আলম।
এতে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন রিদয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মিশন ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সভাপতি আশিকুল ইসলাম সুমন, ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এডঃ তারিকুল ইসলাম তারেক, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহের হোসেন জাকির, বিশিষ্ট সরদার অলিউর রহমান, ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি খলিলুর রহমান, ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজাত নূরে আলম।
অনুষ্ঠান সমন্বয় করেন শাহাদাত আলী শাওন, রাতিন ও তামিম। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার এ দেশের গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। দল থেকে যখন যে নির্দেশনা আসবে সেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বক্তারা, ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান। সভায় ইউনিয়ন বিএনপিসহ, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।