Advertisement

নবীনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৪২।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
টাস্টের সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে ও রবিন সাইফের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার ওসি (তদন্ত) নূরে আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মাহাবুব আলম লিটন, ট্রাস্টের সমন্বয়ক রিফাতুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১০ জন বিজয়ীর মাঝে নগদ ৩০  হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট এবং হেলথ কার্ড প্রদান করেন।
উল্লেখ্য, ট্রাস্টের উদ্যোগে বছরব্যাপি নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৫ টি মাদ্রাসার ১১০০ শিক্ষার্থী উপজেলার ৭ টি ভেন্যুতে এ প্রতিযোগিতায় অংশ নেয়।
Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com