স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ-উল- আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোটে রাশেদুল কাওছার ভূইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া পিপিএম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী।
বক্তব্য রাখেন, টি আলী কলেজের অধ্যক্ষ এ কে এম আজাদ, উপজেলা উপবৃত্তি কর্মকর্তা আবু জাফর আহাম্মদ, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু, কসবা প্রেসক্লাবের সভাপতি আবদুল হান্নান, সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী, সোলেমান খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ঐতিহাসিক ৭ মার্চ ব্যাপকভাবে পালন করা হবে।