Advertisement

বৃদ্ধা খুনের ঘটনায় জড়িত ১৪ জন আসামী গ্রেপ্তার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭১৬।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে চোখ উপড়ে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রপ্তারকৃতরা হলেন- জালাল মিয়া ,আলাল মিয়া, দয়াল শাহ , জামাল মিয়া , হোসেন মিয়া , মাসুদুর রহমান , মিজানুর রহমান, মো. আমির হোসেন , মঈন উদ্দিন ওরফে মনির মিয়া , মুহিন উদ্দিন , মো. কামাল মিয়া , রজব আলী ,শাহীন মিয়া, মো. ডালিম মিয়া । তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক শুক্রবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গৌরনগর এলাকায় আজাইড়া গোষ্ঠি ও সরদার গোষ্ঠির মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। সংঘর্ষে আজাইড়া গোষ্ঠির লোকজন সরদার গোষ্ঠির মিলন সরদারকে (৮০) চোখ উপড়ে ও জিহ্বা কেটে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ৫৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করা হয়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, কিছু সংখ্যক আসামি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারায় অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com