স্টাফ রিপোর্টার:
পর্যায়ক্রমে রাষ্ট্রিয় মালিকানাধীন দেশের সব রুগ্ন শিল্প কারখানাকে আধুনিকায়ন করা হবে জানিয়েছেন শিল্প সচিব একে এম আলী আজম। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ইতিমধ্যে কারখানা গুলোকে মেরামত করতে বিদেশী বিশেজ্ঞদের সাথে একাধিক বৈঠক হয়েছে। এ ছাড়া দীর্ঘদিনের নানা সমস্যায় জর্জরিত আশুগঞ্জ সার কবারখানা আধুনিকায়ন করা জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। আশাকরি খুব দ্রুত এই কারখানাটি মেরামত করে আধুনিকায়ন করা হবে।
এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরবিন্দ বিশ্বাস, কারখানার ব্যবস্থাপনা পরিচালক একে এম আনোয়ারুল হক, মহা ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমানসহ কারখানার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে ২০ বছর হয়েছে। পুরনো যন্ত্রাংশ নিয়ে চলা কারখানাটি বছরের অন্তত ৮ মাস বন্ধ থাকে। কারখানার বন্ধ থাকায় লাভজনক প্রতিষ্ঠানটি এখন লোকসানী প্রতিষ্ঠান হিসেবে রুপান্তরীত হয়েছে। এতে করে শ্রমিক-কর্মচারী লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে।