স্টাফ রিপোর্টার:
সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বিভিন্ন সময় বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকালে সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের কলেজ পাড়া থেকে জেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধা দেয়।
পরে এক প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।
বক্তারা বলেন, ভারতীয় সীমান্তে একের পর এক বাংলাদেশী নাগরিক হত্যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। সরকারের ব্যর্থ নীতির কারণেই সীমান্তে হত্যাকান্ড বন্ধ হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।