স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ সাড়ে ১৫ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজাবহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট উপজেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের হযরত আলী-(৩৫), একই উপজেলার গনেশপুর গ্রামের মোঃ সোহেল রানা-(৩৩) ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুরবুড়িয়া গ্রামের মোঃ আব্দুল হালিম-(২৭)।
রোববার সন্ধ্যায় ভৈরব র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি আভিধানিক দল আশুগঞ্জ টোলপ্লাজায় একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৪২৭৭) আটক করে।
পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ সাড়ে ১৫ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।