আশুগঞ্জ প্রতিনিধি:
‘‘সেবাই মোদের লক্ষ্য, সমাজ গড়ব দারিদ্রমুক্ত’’ এই শ্লোগানকে সামনে ব্রাহ্মণবাড়িয়ার হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজ হ্যাকসাক ফাউন্ডেশনের উদ্যোগে আন্দিদিল, পুথাই, ক্ষুদ্র-ব্রাহ্মণবাড়িয়া, তালশহর ও মৈশাইর গ্রামের হতদরিদ্র ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আন্দিদিলে হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টে সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। অনুষ্ঠানে হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রোটারিয়ান সাইফুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোলাইমান মিয়া, আব্দু মিয়া, ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জায়েদুল কবির কালাম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ রেজাউল ইসলাম, হাজী আবু সাঈদ, দুবাই প্রবাসী ফারুক মিয়াসহ ব্রাহ্মণবাড়িয়ার হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজ হ্যাকসাক ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আগত অতিথিবৃন্দ উপস্থিত হতদরিদ্র ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র