ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসার নেতৃত্বে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। বরণ করে নেয়া জনপ্রতিনিধিরা হলেন চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।
এর আগে গত ২৫ এপ্রিল নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেন ও ২৮ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন।সভায় উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
####