এনবি সংবাদ : ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৫টি আসনেই জয় পেয়েছেন মহাজোটের আওয়ামীলীগ প্রার্থীরা। ১টি আসনের ফলাফল ৩টি কেন্দ্রের স্থগিত থাকায় এখনো বেসরকারী ভাবে কাউকে নির্বাচিত ঘোষনা করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামীলীগের বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন সংগ্রাম ৪০ হাজার ৩৭০ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন। সংগ্রাম পেয়েছেন ১লাখ ১ হাজার ১১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি’র সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন ৬০ হাজার ৭৪০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১৩২ টি কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্রের ফলাফলে ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আবদুস সাত্তার ৮১ হাজার ২শত ৬৯। মইনউদ্দিন মইন পেয়েছে কলাছড়ি ৬৯ হাজার ২শত ২০টি। এ আসনে ৩টি কেন্দ্র স্থগিত আছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রে আওয়ামীলীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন ৩,৯৩,৫২৩ ভোট। আর বিএনপি’র খালেদ হোসেন মাহবুব শ্যামল পেয়েছেন ৪৬,০৭৭ ভোট। এখানে ১টি ভোট কেন্দ্র স্থগিত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)আসনের ১১৮টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামীলীগ প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক পেয়েছেন ২লাখ ৮২ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো: জসিম পেয়েছেন ২৮৯৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামীলীগের মো: এবাদুল করিম বুলবুল ২,৫০,৫২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর বিএনপি’র নাজমুল হোসেন তাপস পেয়েছেন ১৭,০২১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামীলীগের ক্যাপ্টেন অব: এবি তাজুল ইসলাম পেয়েছেন-২লাখ ৭৮ পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি’র আবদুল খালেক পেয়েছেন ১৩২৯ ভোট।