স্টাফ রিপোর্টার:
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কভার্ডভ্যানের চাপায় আনোয়ার মিয়া (৪০) নামের এক ট্রাক্টর হেলপার নিহত হয়েছে। সে উপজেলার সিংগারবিল এলাকার মুসলেম মিয়ার ছেলে।
এ ঘটনায় ট্রাক্টরের চালক ইয়াসিনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে মহাসড়কের ইসলামপুর ফাঁড়ির সামনে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা রডভর্তি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের হেলপার ছিটকে পড়ে গেলে সে কভার্ডভ্যানটির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং আহত হয় ট্রাক্টর চালক ইয়াসিন।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ,স,ম আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।