Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে ৭৪ লক্ষাধিক টাকার চেক বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৮৪।

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর- আখাউড়া ফোরলেন সড়কের বর্ধিত অংশের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে ও সদর উপজেলার উলচাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত ৯জন জমির মালিকের মধ্যে ৭৩ লাখ ৯৯ হাজার ৬৭৭ টাকার চেক বিতরণ করা হয়।

এর মধ্যে জমির মালিক দারু চৌধুরী, ৯ লাখ ৯১ হাজার ৮০৯ টাকা, নসু চৌধুরী ৯ লাখ ৯১ হাজার ৮০৯টাকা, ফারুক মিয়া ৯৮ হাজার ৪৪১ টাকা, মোঃ আব্দুল আউয়াল ১ লাখ ৫ হাজার ৮৮টাকা, ইকবাল হোসেন ১৯ লাখ ৫ হাজার ৯২০ টাকা, মনোয়ারা বেগম ৪০ হাজার ৮৬১ টাকা, মোঃ আরিফ উল্লাহ মুন্সি ২৩ লাখ ৪০ হাজার ৮৭৪ টাকা, মাঈনুল ইসলাম ৮ লাখ ১ হাজার ৭১৫ টাকা ও মোঃ মাহবুবুল আলম ১ লাখ ২৩ হাজার ১৫৬ টাকার চেক পেয়েছেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে চেক বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া ভূমি অধিগ্রহন কর্মকর্তা অঞ্জন দাস।

এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের উপাধ্যক্ষ একেএম শিবলী এল .এ. শাখার কানুনগো মোঃ আবুল কাশেমসহ সংশ্লি¬ষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় ভূমি অধিগ্রহন কর্মকর্তা অঞ্জন দাস বলেন, আমরা স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে চেক বিতরণ করছি। সরকারি কোনো কর্মকর্তা ও কর্মচারী অধিগ্রহণকৃত ভূমি মালিকদের সাথে কোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com