ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গত রবিবার সকাল সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে মজলিশে শূরার অধিবেশন ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ওবাইদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএবি’র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম। বক্তব্য রাখেন জেলা প্রধান উপদেষ্টা মুসলেহ উদ্দীন ভূঁইয়া, দ্বীনি সংগঠনের জেলা ছদর সৈয়দ আনোয়ার আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, আইজেএ’র জেলা সভাপতি মুফতী আশরাফুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে শূরা সদস্যদের থেকে গোপন ব্যালটের মাধ্যমে প্রাপ্ত মতামতের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলার ২০১৯-২০ সেশনের সভাপতি হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মো. ওবাইদুল হকের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথ বাক্য পাঠ করান।