স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরো ২০ জন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে তাদের নমুনার ফল পজেটিভ আসে। এনিয়ে জেলায় মোট ৩৫৩ জন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত ডাঃ সানজিদা বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
তিনি বলেন, নতুন সনাক্ত হওয়া ২০ জনের মধ্যে সদর উপজেলায় ৩জন, সরাইল উপজেলায় ৩ জন, বাঞ্চারামপুর উপজেলায় ৯ জন ও নবীনগর উপজেলায় ৫ জন রয়েছেন। তিনি বলেন, এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে ইতিমধ্যেই ৭৬ জন আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যরা চিকিৎসাধীন আছেন। করোনাভাইরাসে জেলায় ৪ জন মারা গেছেন।