স্টা রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির সদস্যরা। আজ রবিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের মো. সমুচ আলী ছেলে মো. সাচ্চু মিয়া (৩৭) ও কল্যানপুর গ্রামের মো. মৃত সিদ্দিকুর রহমান ছেলে মো.শামীম মিয়া (২৮)।
বিজয়নগর উপজেলার লহ্মীপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে মো. নাছির আহমেদ(৩৫) ও ধোরানল গ্রামের মৃত আব্দুল মোত্তালেব মিয়ার ছেলে মো. জলিল মিয়া।
বিজ্ঞপ্তিতিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ মে) জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে এই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তাদেরকে তল্লাশি চালিয়ে ১৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ১২ বোতল ভারতীয় হুইস্কি, ০২ বোতল ভারতীয় ইস্কফ, ২৩ কেজি ভারতীয় গাঁজা, ১৫৯০ রুপি ভারতীয় মুদ্রা, বাংলাদেশী টাকা ৭,৫০০/- টাকা এবং ০২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের বাজার মূল্য ১,২৫,০৯০/ টাকা। আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।