নাসিরনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফ হোসেন ভুইয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ উপজেলা সদরের মৃত মুখলেছুর রহমান ভূইয়ার ছেলে।
নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত কবির হোসেন জানান, সকালে মোশারফ পাশ্ববর্তী বাড়ির ছাদে উঠে রড দিয়ে গাছ থেকে আম পাড়ছিল। এ সময় হাতে থাকা রড বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের অনেক জায়গা পুড়ে যায়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।