আশুগঞ্জ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় আড়াই হাজার পরিবার উপহার পেল প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে সবায়কে চেয়ার বসিয়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শেউলী আজাদ।
এসময় খাদ্য সহায়তা কার্যক্রমে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, ব্রাহ্মণবাড়িয়া জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, মৎস্য কর্মকর্তা রওনক জাহান, তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল সাদির।
আড়াই হাজার খাদ্য সহায়তার মধ্যে ২হাজার পরিবার মাঝে খাদ্য সামগ্রী ও ৪২৪ টি পরিবারের মাঝে শিশু খাদ্য প্রধান করা হয়।
খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, দুধ, কিসমিস ও একটি সাবান। অপরদিকে শিশু খাদ্য হিসেবে ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি সুজি, গুড়া দুধ ও একটি বিস্কিটের প্যাকেট দেওয়া হয়।