আশুগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে এবং চলমান করোনার ভাইরাসের প্রার্ধুভাবরোধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২ শতাধীক কর্মহীন অসহায় ব্যাক্তি, রিক্সা চালক, অসহায় পথচারী, পথশিশু ও ফুটপাতের দোকানীদের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
জননেত্রী শেখ হাসিনা’র আদেশক্রমে ও কেন্দ্রীয় ছাত্রলীগ, সরাইল-আশুগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মঈন উদ্দিন মঈন ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে ইফতারের আগে আশুগঞ্জ মধ্য বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার বিতরণ করা হয়।
এসময় আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত শিকদারের সার্বিক তত্ত্বাবধানে ও যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রাব্বি মুন্সীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা এখলাদ শিকদার বাবু, শফিকুল ইসলাম খোকা, রাজু মুন্সী।
এসময় হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান অপু, সাহারান, আনন্দ শিকদার, আল-আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত, অনিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিজন শিকদার, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাদিম উজ্জল, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর মোল্লা, বন্দর ছাত্রলীগ নেতা মেহেদি, শাকিল শিকদার, অর্নব, ফিরোজ মিয়া সরকারি কলেজের ছাত্রলীগ নেতা ইফরান, এন এস হৃদয়, শাহিনসহ উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের অন্যন্যা নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।