ব্রাহ্মণবাড়িয়ার ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন কর্তৃক জেলার বিজয়নগর উপেজেলার সীমান্ত ঘেষা মেরাসানি গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে।
এসময় তাদেররকে তল্লাশী করে ইয়াবা, গাঁজা পাওয়া যায়। পরে একটি পিকআপসহ দুজনকে আটক করা হয়। আটককৃতররা হল ঢাকা টংগীর এরশাদনগর গ্রামের আব্দুল ওয়াহেদ তালুকদার এর ছেলে মোঃ রবিউল ইসলাম (৫০), গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ফাটুলা গ্রামের মৃত গোপাল সাহার ছেলে শ্রী মিল্টন শাহা (৪৮)।
আটক কৃতদেরকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (খ)/১০ (ক)/৩৮/৪১ ধারা বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের কাছে একটি মেইল বার্তায় এসব তথ্য প্রেরণ করে ।