স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। শনিবার রাতে জেলার বিজয়নগর ও সরাইলে পাওনা টাকা ও ডিসের ব্যবসা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, শনিবার রাতে পাওনা টাকার জের ধরে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, আদমপুর গ্রামের মলাই ভূইয়ার ছেলে আকাশ ভূইয়া শাহ গোষ্ঠির সমুনের কাছে পাওনা চাইতে গেলে তর্কবির্তক হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে সরাইলের ধরন্তি এলাকায় ডিসের ব্যবসাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে গুরুতর আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।