স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে ইয়াছিন- (১৯) নামে এক নৌ-শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার অরুয়াইল এলাকার মেঘনা নদীর ব্রীজের নিচ তার লাশ উদ্ধার করা হয়। ইয়াছিন উপজেলার ধামাউড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ইয়াছিন মাটিবাহি স্টিলের নৌকায় শ্রমিকের কাজ করতো। গত বুধবার থেকে সে নিখোঁজ ছিল।
শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীর ব্রীজের নিচে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি ইয়াছিনের বলে সনাক্ত করেন।