ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক ১০ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের হারিজ মিয়ার ছেলে মোঃ সাদ্দাম-(২৫), মেড্ডা গ্রামের ইকবাল ভূইয়ার ছেলে রায়হান ভূইয়া, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আকতার মিয়ার ছেলে আল-আমিন (১৮), মিজান মিয়া(২৮), সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের সহিদ মিয়ার ছেলে ইমাম হোসেন, রামরাইল গ্রামের সেলিম মিয়ার স্ত্রী মর্জিনা বেগম-(৪৮), একই এলাকার মরহুম ইদ্রিস মিয়ার ছেলে সেলিম মিয়া-(৫৫), তার ছেলে শাহিন মিয়া-(২৮), সুহিলপুর গ্রামের মরহুম ছায়েব আলীর ছেলে হাবির মিয়া-(৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের আলকাছ মিয়ার ছেলে মোঃ জাবেদ-(৩০)।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ১০জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, তাদেরকে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।