স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জনগনের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা সেনানিবাসের ১০১ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা পথচারী সহ সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেন ও শহরে ব্যাপক মাইকিং করছেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবারে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দিন বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্যে সেনাবাহিনী মাঠে কাজ করছে। যারা বিদেশ থেকে দেশে এসেছেন কিংবা যাদের ঘরে থাকার আবশ্যকতা আছে তারা যেন অবশ্যই ঘরে থাকে সে বিষয়টি আমরা নিশ্চিত করছি। একই সাথে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করছি।
তিনি বলেন, আমরা সকলেই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে সামনে আমরা ভাল কিছু আশা করছি। এ সময় তিনি সকলকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।