স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় দুবাই ফেরত ১ যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান শনিবার দুপুরে পৌর এলাকার কান্দিপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্ত যুবক কান্দিপাড়ার বাসিন্দা।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, ওই যুবক চলতি মাসের ১৭ তারিখ দুবাই থেকে দেশে ফিরেছেন। করোনাভাইরাসের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরকারি নির্দেশনাযায়ী ওই যুবককে ১৪ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে পৌর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ২৬৯/২৭০ ধারায় দুবাই ফেরত ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।