Advertisement

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯২৭।

 

ব্রাহ্মণবাড়িয়া (নাসিরনগর) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্রদের মাঝে সরকারী সহায়তা হিসাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি চালসহ নগদ টাকা ডাল, তেল ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার দুপুরে শহরের ফারুকী পার্কে ২৫ জন হত দরিদ্রের মাঝে জেলা প্রশাসক হায়ৎ উদ দৌলা খান এসব সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক হায়ৎ উদ দৌলা খান বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সাধারণ মানুষ জরুরী প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। এতে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় ছিন্নমূল এসব মানুষকে সহায়তা করার জন্য এসব ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা চালু থাকবে ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া নিন্ম আয়ের কর্মজীবী মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী উপজেলা সদরের হেলিপ্যাডে বেদে পল্লীসহ অসহায়দের মধ্যে ১৫ কেজি চাল ও নগদ ৫‘শ টাকা করে বিতরণ করেন।

এসময় সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com