ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার রেলষ্টেশন থেকে ৪৪টি টিকিটসহ ৪ টিকিট কালোবাজারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। আটকৃতদের ব্রাহ্মণবাড়িয়া সদর এর সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার উত্তর মোড়াইলের আবু জাহের মিয়া ছেলে আবু কালাম, মৃত রাজ্জাক মিয়া ছেলে আরিফ, ইনু মিয়ার ছেলে সোহেল মিয়া ও শহীদ মিয়ার ছেলে হাকিম।
র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় টিকিট কালোবাজারী ট্রেনের টিকেট বিক্রি করছে। এরি প্রেক্ষিতে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এর সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান’দের নেতৃত্বে একটি আভিযানিক দল রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনে অভিযান পরিচালনা করেন ৬১টি আসন বিশিষ্ট ৪৪টি টিকিটসহ ৪ টিকিট কালোবাজরীকে আটক করে।
তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মোঃ আবু কালাম (২৮) কে ১১মাস, মোঃ আরিফ (২৯) কে ১০মাস, মোঃ সোহেল মিয়া (২২)কে ৬ মাস, মোঃ হাকিম (৩৫) কে ৩মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।