Advertisement

জলাতঙ্ক রোগ নির্মূলে নাসিরনগরে অবহিতকরণ সভা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৫২।

 

নাসিরনগর সংবাদদাতা :

জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান(এমডিভি)কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিত রায়ের সভাপতিত্বে মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই)শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক।

বক্তব্য রাখেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম,মেডিকেল অফিসার ডাঃ শোয়েব মোঃ শাহরিয়ার,স্বাস্থ্য অধিদপ্তরের এমডিবি প্রোগ্রামের সুভারভাইজার মোঃ কামরুজ্জামান প্রমূখ। সভায় জনপ্রতিনিধি,সাংবাদিকসহ স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় আগামী বুধবার থেকে এ উপজেলার ১৩টি ইউনিয়নে সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।

১০ জনের সমন্বয়ে ২৮টি বিশেষজ্ঞ টিম ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিকত করণ সভায় জানানো হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com