স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন চলছে।
শহরের মধ্যপাড়া হুমায়ুন কবীর সরবারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ শুক্রবার সকাল ১০ টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটগ্রহন চলবে বিকেল ৩ টা পর্যন্ত। নির্বাচনে ২৫ টি পদের মধ্যে ৭ টি পদের প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পদসহ ১৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১৮ টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।