এনবি ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘জাতীয় স্লোগান-জয় বাংলা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাবলিক লাইব্রেরীতে ঢাকাস্থ সরাইল সাংবাদিক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, মাছ রাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক শামীমুল হক, যতিন্দ্র মোহন, ড শাজাহান ঠাকুর, হোসেন আহমেদ তফসিল, এড রাশেদ আহমেদ, সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সরাইল সাংবাদিক ফোরাম, ঢাকার আহবায়ক মোস্তাফিজুর রহমান। সরাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্য সচিব তৌফিক আহম্মেদ তফসির অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের ঐক্যের প্রতীক জয়বংলা শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসাবে গ্রহন করার জন্য সকলের প্রতি আহবান জানান তারা। পরে ইতিহাস, ঐতিহ্য কোটাতে ডক্টর শাজাহান ঠাকুর ও হোসেন আহমেদ তফসিরকে এবং মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণায় এডভোকেট রাশেদ আহমেদ ও সাংবাদিক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, দৈনিক কুরুলিয়ার সম্পাদক শাহাদাৎ হোসেন, বিশিষ্ট আইনজীবী সৈয়দ তানভির হোসেন কাউছার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন প্রমুখ।