এনবি প্রতিনিধিঃ
সরাইলে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা।
সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. জাহিরুল হক সরকারের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মোঃ শফিকুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১-মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়নে ১ হাজার কৃষকের তালিকা করা হয়েছে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধানবীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমপিও সার পাবেন। গতকাল বুধবার উপজেলার চুন্টা ও কালিকচ্ছ ইউনিয়নের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।