মোঃ রাসেল আহাম্মেদ ,এনবি ডেস্ক:
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গভঃ মডেল গার্লস হাই স্কুল মাঠে ভাসানী চর্চা কেন্দ্রের আয়োজনে ও শিশু নাট্যমের সহযোগিতায় শতাধিক আঁকিয়ে এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
এ সময় শিশু-কিশোররা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস তাদের আকনির মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, এডভোকেট মোঃ নাসির মিয়া, শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, ভাসানী চর্চা কেন্দ্রের সদস্য মতি লাল বণিক প্রমূখ।
প্রতিযোগীতা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের চকলেট খাওয়ানোর মাধ্যমে মিষ্টি মুখ করানো হয়।