স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজিমুল হায়দার তাদেরকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। এদের মধ্যে ৫জনকে মাদক সেবনের দায়ে এবং ৪জনকে জুয়া খেলার অপরাধে দন্ড দেয়া হয়।
এদের মধ্যে মাদকসেবনের অপরাধে উপজেলার চর-চারতলার মোঃ কবির মিয়া-(৪০), একই এলাকার মাজহারুল ইসলাম ওরফে কোয়েল-(৩৬), উপজেলার শরীয়তনগরের রাব্বানী মিয়া-(৩৩), একই এলাকার আবদুল মতিন চৌধুরী ওরফে পলাশ চৌধুরী-(৩৫) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ-(৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত জুয়া খেলার অপরাধে আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের মোঃ রয়েল মিয়া-(২৭), একই এলাকার ইউসুফ মিয়া-(৩৩), জাহাঙ্গীর সরকার-(৩৩) এবং মোঃ সোহেল-(৩২) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টায় এর আগে র্যাব-১৪ এর কম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা আশুগঞ্জ ফেরিঘাট এলাকার ‘হোটেল শান্তনীড়’ থেকে তাদেরকে আটক করে।