মোঃ রাসেল আহম্মেদ, এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, শালগাঁও কালিসীমা স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, কালিসীমা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন আর নেই। মৃত্যু কালে তার বয়স ছিল (৭৫) বছর।
আজ রবিবার সকাল ০৮ টার দিকে নিজ গ্রামের বাড়িতে ফুসফুস ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন, (ইন্না….. রাজেউন)।
তিনি মুক্তিযোদ্ধা সময় ৩ নাম্বার সেক্টরে মুক্তিযোদ্ধের অংশ গ্রহন করেন। তিনি স্ত্রী, ১ কন্যা ও ৭ পুত্রসহ বহু গুণগাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। । তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ রবিবার বাদ আছর শালগাঁও কালিসীমা চৌদ্দমোজা ঈদগা মাঠে জানাজার শেষে রাষ্ট্রীয় মার্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মৃত্যুতে “মানুষ রতন সামাজিক সংঘ” পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠেনের প্রধান উপদেষ্টা মোঃ বাবুল মিয়া, এবং সভাপতি নাজাত মোঃ আব্দুস সাত্তার।