নাসিরনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। (০৮নভেম্বর) শুক্রবার বিকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের পশ্চিমে ধান ক্ষেত থেকে গলায় শার্ট পেঁচানো অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান জানান,ধান ক্ষেতে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে তার গলায় শার্ট পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের ধারণা কে বা কারা বৃদ্ধাকে হত্যা করে লাশটি ধান ক্ষেতে ফেলে গেছে।
এ বিষয়ে ময়নাদতন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয়