এনবি ডেস্ক:
‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষন, দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০১৯উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মোঃ তানহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শাহ আলম, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আবু হুরায়রা প্রমূখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ খালিদ।
এ সময় বক্তারা অগ্নি দুঘর্টনাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।