সরাইল প্রতিনিধিঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে যথাযথ ভাবে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৯। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে, পিফোরডি প্লাটফরমস্ ফর ডায়ালগ প্রকল্পের আওতায় উপলদ্ধি, মিতালী, মেঘনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সরাইল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় একটি র্যালী বের হয়।
জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারি, প্রভাষক, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে র্যালীটি সরাইলের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ম্যাপ সদস্য মজিদ বক্সের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (৩১২) এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপলদ্ধির নির্বাহী পরিচালক ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান, মেঘনার সভাপতি মো. সামসুজ্জামান প্রমূখ।
 
			 
				 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						