স্টাফ রিপোর্টার, এনবি ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও জাল বিতরণ করা হয়েছে। এ সময় একজন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। বুধবার দুপুরে স্থানীয় সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন অসহায় ও দরিদ্রদের মাঝে এই সেলাই মেশিন ও জাল তুলে দেন।
রোটারী ক্লাব অব ঢাকা নেক্সট জেনারেশনের সহায়তায় এবং সাংবাদিক এম মনসুর আলীর উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক এম মনসুর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাসুজ্জামান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৩ জন অসহায় নারীকে ৩টি সেলাই মেশিন, ৫ জন দরিদ্র জেলেকে মাছ ধরার জাল এবং একজন শিক্ষার্থীকে ১ বছরের শিক্ষা খরচ ১২ হাজার টাকা প্রদান করেন। অনুষ্ঠানে সাংবাদিক, এনজিও কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।