এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া: তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ ও সাবেক উপ-মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীরের জানাযা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে জেলা ঈদগা ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা বেলায়েত উল্লাহ নূর।
জানাজার আগে মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে রাষ্টীয় মর্যাদা প্রদান করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জানাযায় অংশগ্রহণ করেন, ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, নবীনগর – ৫ আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল, বাঞ্ছারাম -৬ অাসনের সাংসদ এ বিএম তাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সহ অাওয়ামীলীগ, বিনএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বসস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রিয় নেতাকে শেষবারের মত ফুলেল শুভেচ্ছা জানান। নামাজের জানাযার ্আগে তার ছেলে এনায়েত কবির সবার কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন।
জানাযা শেষে তাকে পৌর শহরে পৈরতলা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।