ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব খাদ্য দিবস ক্যাম্পেইন ২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে খাদ্য অধিকার বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে ১৬ অক্টোবর বুধবার সকালে সমাবেশ, আলোচনা ও পরে শহরে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে খাদ্য অধিকার বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি এ কে এম বাবুল হক এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দিবসের প্রতিপাদ্য উল্লেখ করে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম। দেশে রোগ মুক্ত সুস্থ নাগরিক জীবন কামনায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ কমরেড নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য সচিব জিয়া কারদার নিয়ন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ুন মিয়া, ব্যবসায়ী রাহিম মিয়া, মাসুম মোল্লা, মোজাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা মানবিক দিক বিবেচনা করে অসাধু ব্যবসায়ীদেরকে খাদ্যে ভেজাল দেয়া হতে বিরত থাকা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে খাদ্য পণ্য তৈরী ও বাজারজাত করণে হুঁশিয়ারী উচ্চারণ করেন এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করণে খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করে নিয়মিত বাজারে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বহাল রাখার পাশাপাশি মিষ্টির দোকানসহ খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমূহের কারখানায় নজরদারী – মনিটরিং জোরদার করতে জেলা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান । সমাবেশ শেষে র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের নিকট খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি হস্তান্তর করেন।