স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার শিক্ষাথীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে মানুষ রতন নামের একটি সামাজিক সংগঠন।
সোমবার দুপুরে ‘‘গাছ লাগিয়ে গড়ি দেশ, গড়ি সোনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার লালপুর এস.কে.দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়, চর লালপুর প্রাথমিক বিদ্যালয় ও লালপুর সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের মধ্যে এই চারা বিতরণ করা হয়।
সোমবার দুপুরে মানুষরতন সংগঠনের উদ্যোগে লালপুর এস.কে.দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত গাছের চারা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য বাবুল মিয়া।
অনুষ্ঠানে মানুষরতন সংগঠনের সভাপতি নাজাত মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক তৌহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, সাবেক চেয়ারম্যান কাইয়ুম মিয়া, লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদ মাষ্টার, ইউপি সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, আশুগঞ্জ উপজেলা যুবলীগ নেতা বাকের আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ইসতিয়াক আহম্মেদ দুলাল, লালপুর এস.কে.দাস চৌধুরীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,।
উপস্থিত ছিলেন মানুষরতন সংগঠনের সহ-সভাপতি রাসেল চৌধুরী, রোস্তম ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী ও ইসহাক মিয়া, সদস্য জাহিদুল ইসলাম উজ্জ্বল, সুজন, শাউন, রুবেল, সাইফুল প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা গাছ বিতরণ করা হয়।