Advertisement

বিজয়নগরে মাদক ব্যবসায়ী সহোদর আটক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১০৪।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৬ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল স্কাফসহ দুই সহোদরকে আটক করেছে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দুই ভাই হচ্ছে উপজেলার কামালমোড়া গ্রামের আবন মিয়ার ছেলে মোঃ আপেল-(২৬) এবং মোঃ পাপেল-(১৯)।

তকাল বুধবার বিকেলে র‌্যাবের পক্ষ থেকে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার খাটিঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের শরীর তল্লাশী করে ৪৬ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল স্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com