এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম খন্দকার-(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বুধবার রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম খন্দকার জেলার কসবা উপজেলার পাথারিয়াদার গ্রামের মরহুম নওয়াব মিয়া খন্দকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম খন্দকার কলেজপাড়ার বাসা থেকে বের হয়ে রেললাইন পাড় হয়ে শিমরাইলকান্দি গ্রামের মসজিদে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নীচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।
তিনি বলেন, রফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।