স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে উপজেলার নবীনগর ইছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী সমাবেশে শিক্ষার্থীরা এই শপথ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার জাহানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ ইয়াছিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের সততা সংঘের সভাপতি জয়নব হাসান শিক্ষার্থীদেরকে দুর্নীত বিরোধী শপথ বাক্য পাঠ করেন। এ সময় শিক্ষার্থীরা দুর্নীতিকে “না” বলেন।