বিজয়নগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকসা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চান্দুরা- আখাউড়া সড়কের আলাদাউদপুর রাস্তার পাশের নালা থেকে হাফিজ মিয়া-(২৫) নামক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
হাফিজ মিয়া বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে। হাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাফিজ মিয়া পরিবারের লোকদের জানায়, সে আখাউড়া উপজেলার খড়মপুর থেকে যাত্রী নিয়ে বিজয়নগর উপজেলার ছতরপুর যাচ্ছে। পরে আর তার সাথে যোগাযোগ হয়নি।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার সময় কাদা মাটির ভেতর থেকে হাফিজের লাশ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন আদিত্য জানান, লাশের দুই হাত ও পা ও মুখ বাঁধা ছিল। সারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।