স্টাফ রিপোর্টার, এনবি ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনের ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সিরিজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সোপানুল ইসলাম সোপান, খেলো ইন্ডিয়া স্পোর্টস সমিতির সাধারণ সম্পাদক রাজেশ কাপুর।
ভারত-বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিয়ে দুই দেশের ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এই সিরিজের আয়োজন করেছে বাংলাদেশের বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশন।