এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ৪৭৫ টাকা ছিনতাইকালে শেখ মোহাম্মদ আলী মুন্সী (৪৫) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ অটোরিকশা চালক রিকশার চার্জ শেষ হয়ে যাওয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ধীরে ধীরে যাচ্ছিলেন। অটোরিকশাটি বেতবাড়িয়া নামক স্থানে পৌছালে দৌড়ে এসে পিছনে সীটে মোহাম্মদ আলী উঠে যায়। রিকশায় উঠে সে একটি সাংবাদিকতার পরিচয় পত্র দেখিয়ে ওই চালকের কাছে যা আছে তা দিয়ে দিতে বলেন, নয়তো তাকে মামলা দিয়ে থানায়
পাঠিয়ে দেওয়া হবে বলে ভয় দেখান। মোহাম্মদ আলীর কথায় ভয় পেয়ে বৃদ্ধ রিকশার চালক তার সাথে থাকা ৪৭৫টাকা তাকে দিয়ে দেন। টাকা পেয়ে মোহাম্মদ আলী রিকশা থেকে নেমে যায়। ওই রিকশা চালক কিছুদূর গিয়ে গ্রামের পাহাদারকে পেয়ে ঘটনাটি খুলে বললে পাহাদার গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে খোঁজ করতে বের হয়। পরে মোহাম্মদ আলীকে পেয়ে গেলে ওই চালক তাকে সনাক্ত করে। খবর দিলে পুলিশ মোহাম্মদ আলীকে গিয়ে আটক করে থানায় নিয়ে আসে।
ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।