এনবি ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৮০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালশহর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায় নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস জানান, ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে।