এনবি নিউজঃ
বিশ্ব ভালোবাসা দিবসে রোগীদের প্রতি ভালোবাসা দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ‘আত্মীয়’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার সকালে ওই সংগঠনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মো. গুলজার হোসেন উজ্জল, ডাঃ মো. নিয়ামুল হক, আমেরিকা প্রবাসী নেসার আহমেদ খলিফা, প্রভাষক মো. হাফিজুর রহমান, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
‘আত্মীয়’ এর সমন্বয়ক সমীর চক্রবর্তী জানান, সংগঠনটি মূলত রক্ত দান করে থাকে। এর বাইরে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়।