এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া র নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গেয়ালনগর গ্রামর পানিতে ডুবে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গ্রামের চিরদীয়া নদীতে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ মিয়া তার পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন। গেল ঈদুল আজহার সময় গোয়ালনগর গ্রামে পরিবার নিয়ে বেড়াতে আসেন তারা। শনিবার দুপুর দুইটার দিকে বাড়ির পাশে নদীতে গোসল করতে নামে আরমান ও সালমান। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ছোট ভাই সালমান নদীর স্রোতের কবলে পড়লে বড় ভাই আরমান তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সাঁতার না জানার কারণে দুইজনই পানিতে ডুবে মারা যায়।